Last Updated: Thursday, April 25, 2013, 12:23
গত কয়েকদিন ধরে লাদাখে চিন এবং ভারতের মধ্যের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে চাপা উত্তেজনা ঊর্ধ্বগামী। বেশ কয়েকদিন ধরে এলএসি টপকে ভারতের অংশে ঘাঁটি গেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এমনকী লাদাখের আকাশে চক্কর দিতে দেখা গেছে পিএলএ-র হেলিকপ্টারকে। চিনা ঘাঁটির উলটো দিকে সেনা মজুত করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকেও। চিনের সঙ্গে ভারতের দুটি ফ্ল্যাগ মিটিং ব্যর্থ হয়েছে। এই রকম রাজনৈতিক উত্তেজনার মধ্যে আগামী মাসের ৯ তারিখ বেজিং যাচ্ছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সলমন খুরশিদ।