Last Updated: October 16, 2012 20:59

শরদ পাওয়ার নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী অবশেষে ছাড়পত্র দিল দীর্ঘদিনের ঝুলে থাকা জমি অধিগ্রহণ বিলে। এই ইস্যুতে এইনিয়ে তিন দফা বৈঠক শেষে এই ছাড়পত্র। এরপর বিলটিকে অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর চেয়ারম্যান তথা কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার জানান, "বিভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা সহমত গড়ে তুলতে সক্ষম হয়েছি।"
মন্ত্রিগোষ্ঠীর গত বৈঠকে ছিলেন না অর্থমন্ত্রী ও যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুয়ালিয়া। ওই বৈঠকে জমি অধিগ্রহণের কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বেসরকারি মালিকানায় শিল্পের ক্ষেত্রে জমি অধিগ্রহণে সরকারের কতটা ভূমিকা থাকবে তা নিয়েই মূল পার্থক্য। মতভেদ দেখা দিয়েছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি নিয়েও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছিলেন, নতুন জমি অধিগ্রহণ বিলের খসড়া প্রায় তৈরি। ১৪ জনের মন্ত্রিগোষ্ঠীর অনুমোদন পেলেই তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠিয়ে দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।
First Published: Tuesday, October 16, 2012, 20:59