Last Updated: Tuesday, October 16, 2012, 20:59
শরদ পাওয়ার নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী অবশেষে ছাড়পত্র দিল দীর্ঘদিনের ঝুলে থাকা জমি অধিগ্রহণ বিলে। এই ইস্যুতে এইনিয়ে তিন দফা বৈঠক শেষে এই ছাড়পত্র। এরপর বিলটিকে অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর চেয়ারম্যান তথা কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার জানান, "বিভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা সহমত গড়ে তুলতে সক্ষম হয়েছি।"