Last Updated: November 22, 2011 18:25

বর্ধমানের অন্ডালে প্রস্তাবিত বিমাননগরীর জন্য আর নতুন করে জমি অধিগ্রহণ করবে না সরকার। মঙ্গলবার চাঙ্গি বিমানবন্দর এবং বেঙ্গল অ্যারিট্রোপলিসের কর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি দুই সংস্থার কর্তাদের নির্দেশ দিয়েছেন, আগে যত দ্রুত সম্ভব মূল বিমানবন্দর তৈরির কাজ শেষ করতে হবে। বিমাননগরী প্রকল্পের বাকি কাজ পরে করলেও চলবে।
First Published: Tuesday, November 22, 2011, 23:30