Last Updated: Friday, September 13, 2013, 16:58
ক্রিকেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় আর কোনওদিন বাইশ গজে নামা হবে না দেশের বিশ্বকাপজয়ী দলের সদস্য শান্তাকুমারন শ্রীসন্থের। বিসিসিআইয়ের রিপোর্টে আইপিএল ফিক্সিংকাণ্ডে শ্রীসন্থ সহ চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই বোর্ডের শৃঙ্খলরক্ষা কমিটি সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের শ্রীসন্থ, অঙ্কিত চহ্বণকে আজীবন নির্বাসিত করা হচ্ছে। অভিযুক্ত অপর দুই ক্রিকেটার সিদ্ধার্থ ত্রিবেদী এক বছর, অমিত সিংয়ের পাঁচ বছর নির্বাসিত করা হচ্ছে। স্পট ফিক্সিং কাণ্ডে নিয়ে সাওয়ানির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।