Last Updated: May 18, 2013 19:43

অবশেষে শিল্পনীতির খসড়া ঘোষণা করল রাজ্য সরকার। বণিক মহল ও সাধারণ মানুষের মতামতের জন্য আপাতত ওয়েব সাইটে প্রকাশ করা হল এই নীতি।
ক্ষমতায় আসার পরই নয়া শিল্পনীতি তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জমি সমস্যা, নতুন শিল্পের জন্য কী ইনসেনটিভ দেওয়া হবে তা নিয়ে জটিলতার কারণে প্রকাশ করা যায়নি শিল্পনীতি। তবে নতুন এই শিল্পনীতিতে আদৌ বেশি ইনসেনটিভ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
First Published: Saturday, May 18, 2013, 21:53