Last Updated: March 4, 2014 19:10
ভূমি ও ভূমি সংস্কার দফতরে টেন্ডার জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বহরমপুর। আজ জিয়াগঞ্জের ফেরিঘাটের টেন্ডার জমা দেওয়ার কর্মসূচি ছিল। সেইমত পরিবারকে নিয়ে টেন্ডার জমা দিতে হাজির হন মাঝিরা। অভিযোগ প্রথমে তাদের টেন্ডার দিতে বাধা দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেসের লোকেরা বাধা দেয় বলে অভিযোগ। এরপরই মাঝিদের সঙ্গে বচসা বেধে যায় তাদের। কয়েকজন মাঝিকে মারধর করা হয় বলে অভিযোগ। জোর করে মহিলাদের গেটের বাইরে বের করে দেওয়া হয়। মাঝিরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি ব্যাপক আকার নেয়। ঘটনাস্থলে পৌছেছে পুলিস।
First Published: Tuesday, March 4, 2014, 19:33