Last Updated: Tuesday, March 4, 2014, 19:10
ভূমি ও ভূমি সংস্কার দফতরে টেন্ডার জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বহরমপুর। আজ জিয়াগঞ্জের ফেরিঘাটের টেন্ডার জমা দেওয়ার কর্মসূচি ছিল। সেইমত পরিবারকে নিয়ে টেন্ডার জমা দিতে হাজির হন মাঝিরা। অভিযোগ প্রথমে তাদের টেন্ডার দিতে বাধা দেওয়া হয়।