ঝিটকায় ল্যান্ডমাইন উদ্ধার, Landmine found in Jhitka

ঝিটকায় ল্যান্ডমাইন উদ্ধার

ঝিটকায় ল্যান্ডমাইন উদ্ধারজঙ্গলমহলে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল যৌথবাহিনী। নেতাইয়ে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর সফরের আগে রুটিন তল্লাসি চালানোর সময় ঝিটকার জঙ্গলে ল্যান্ডমাইন উদ্ধার করে যৌথবাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টাতেও শক্তিশালী ওই মাইনকে নিষ্ক্রিয় করতে পারেনি না বম্ব স্কোয়াড। পরে মাইনটি রাসায়নিক পরীক্ষার জন্য সরিয়ে নিয়ে গেল পুলিস। এরমধ্যেই লালগড়ে দলীয় কর্মসূচি সেরে ফিরে যান শুভেন্দু অধিকারী।

First Published: Friday, October 28, 2011, 23:06


comments powered by Disqus