Last Updated: January 22, 2012 21:18

ঐশ্বর্য রাইয়ের পর এবার মা হলেন বলিউডের আরেক তারকা লারা দত্ত। শুক্রবার একটি কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। টেনিস স্টার মহেশ ভূপতি ও লারা এই নতুন অতিথির নামও ঠিক করে ফেলেছেন। সাইরা ভূপতি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে এরকমই জানালেন রবিনা টন্ডন। যদিও এ বিষয়ে লারা কিংবা মহেশ কেউই এখনও পর্যন্ত কিছু জানায়নি।
২০০৩ সালে `আন্দাজ` ছবি দিয়ে বলিউডে পা রাখেন লারা। ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল পরমেশ্বর গোদরেজ পার্টিতে, টক শো ক্যুইন ওপরা উইনফ্রে ও শাহরুখ খানের সঙ্গে। এরপরই আসে লারার জীবনের স্মরণীয় মুহূর্ত।
মেলবোর্নে খেলার জন্য ব্যস্ত থাকায় মহেশ শুক্রবার উপস্থিত থাকতে পারেননি। কিন্তু টেনিস ডাবলস-এ রোহন বোপান্নার সঙ্গে ম্যাচটি জেতার পর পর তিনি জানান মেয়েকে নিজে হাতে দেখার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না। সূত্রে খবর আগামী সপ্তাহেই লারা তাঁর কন্যাসন্তান নিয়ে বাড়ি ফিরবেন। সম্প্রতি গর্ভবতী মহিলাদের জন্য যোগাসনের একটি ডিভিডি লঞ্চ করেছিলেন। সেই নিয়ে তিনি যথেষ্ট কাজও করেছিলেন। কিন্তু বলিউডের অভিনেত্রী ও প্রযোজক এখন তাঁর ছোট অতিথিকে নিয়েই ব্যস্ত থাকবে। কবে আবার তাঁকে বড় পর্দায় দেখা যাবে সেই অপেক্ষায় থাকবে লারা ভক্তরা।
First Published: Sunday, January 22, 2012, 21:18