Last Updated: Sunday, January 22, 2012, 21:18
ঐশ্বর্য রাইয়ের পর এবার মা হলেন বলিউডের আরেক তারকা লারা দত্ত। শুক্রবার একটি কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। টেনিস স্টার মহেশ ভূপতি ও লারা এই নতুন অতিথির নামও ঠিক করে ফেলেছেন। সাইরা ভূপতি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে এরকমই জানালেন রবিনা টন্ডন। যদিও এ বিষয়ে লারা কিংবা মহেশ কেউই এখনও পর্যন্ত কিছু জানায়নি।