টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে শেষ হার্ডল মহামেডান

টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে শেষ হার্ডল মহামেডান

টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে শেষ হার্ডল মহামেডানদুর্বল প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শুরুতে এক বিদেশি নিয়ে খেলা টালিগঞ্জ সমানে সমানে লড়াই করে ইস্টবেঙ্গল। অবশেষে লেনের হেডের সুবাদে গোলের মুখ খোলে ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ায় নিরমল ছেত্রীর গোলে। এরপর টালিগঞ্জ অগ্রগামীর ছন্নছাড়া ফুটবলের শুরু। টালিগঞ্জের মাঝমাঠ থেকে ডিফেন্সের মধ্যে বিশাল ফাঁক থাকায় এরপর ব্যবধান আরও বাড়াতে আর কোনও সমস্যা হয়নি। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন টোলগে। শেষপর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে পরিবর্ত ফুটবলার বুধিরাম টুডুর গোলে ৪-০ গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। এরপর মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে লাল-হলুদ। শেষ ম্যাচে জিতলেই কলকাতা লিগ খেতাব ইস্টবেঙ্গলের।
 

First Published: Wednesday, March 28, 2012, 14:10


comments powered by Disqus