Last Updated: Wednesday, March 28, 2012, 14:10
দুর্বল প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শুরুতে এক বিদেশি নিয়ে খেলা টালিগঞ্জ সমানে সমানে লড়াই করে ইস্টবেঙ্গল। অবশেষে লেনের হেডের সুবাদে গোলের মুখ খোলে ইস্টবেঙ্গল।