ঋতুপর্ণ-এর শেষ টুইট

ঋতুপর্ণর শেষ টুইট

ঋতুপর্ণর শেষ টুইটটুইটারে বরাবরই তাঁক বেশ কিছু মজার, দারুণ টুইট করতে দেখা যেত। টলিউডের অনেকেই বলতেন, ঋতুদার টুইটগুলো দেখেই বোঝা যেত কতটা ভাল মানুষ আর স্বচ্ছধারণার মানুষ তিনি। সেই ঋতুপর্ণ ঘোষের শেষ টুইটে নিয়েই এই প্রতিবেদন---

২৮ মে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা

ঋতু- বুম্বা সবসময় ব্যস্ত, আমার থেকেও বেশি। (এটাই শেষ টুইট)

ঋতু-সত্যান্বেষীর শুটিং শেষ করলাম। একটি নিস্তব্ধ সন্ধের গলানো সোনালি আলোয় রচিত এক ক্রাইম থ্রিলার।

প্রসেনজিত- অভিনন্দন...অনেক শুভেচ্ছা রইল।

ঋতু- ধন্যবাদ আর আলিঙ্গন।

ঋতু-সকাল কেন আসে...শুটিং করব বলে।





First Published: Friday, May 31, 2013, 16:10


comments powered by Disqus