Last Updated: Thursday, May 30, 2013, 18:21
টুইটারে বরাবরই তাঁক বেশ কিছু মজার, দারুণ টুইট করতে দেখা যেত। টলিউডের অনেকেই বলতেন, ঋতুদার টুইটগুলো দেখেই বোঝা যেত কতটা ভাল মানুষ আর স্বচ্ছধারণার মানুষ তিনি। সেই ঋতুপর্ণ ঘোষের শেষ টুইটে নিয়েই এই প্রতিবেদন---