Last Updated: June 12, 2012 20:52

অলিম্পিকে জায়গা পাকা করে ফেললেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সোমবার প্রকাশিত এটিপি তালিকায় ডাবলসে ৭ নম্বর স্থান ধরে রেখেছেন তিনি। নিয়ম অনুযায়ী এটিপি তালিকায় থাকা প্রথম ১০ জন অলিম্পিকে সরাসরি এন্ট্রি পায়। সপ্তম স্থানে থাকায় ভারতের পক্ষে পেজ একমাত্র টেনিস খেলোয়াড় যিনি অলিম্পিকে ডিরেক্ট এন্ট্রি পেয়েছেন। অলিম্পিকে পেজের সঙ্গে জুটি বেঁধে কোন খেলোয়াড় খেলবেন সেটা ভারতীয় টেনিস ফেডারেশন ঠিক করবে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার। এবারও পদকের আশায় তাঁর দিকে তাকিয়ে থাকবে ভারত।
অন্যদিকে অলিম্পিকে সরাসরি এন্ট্রি পেতে ব্যর্থ হয়েছেন সানিয়া মির্জা। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে আউট হয়ে যাওয়ায় এটিপির ডাবলেসর তালিকায় ৯ থেকে ১২ নম্বর স্থানে নেমে গেছেন হায়দরাবাদি তরুণী। ফলে অলিম্পিকে জায়গা পাকা করতে এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রির উপরই নির্ভর করতে হবে তাঁকে।
First Published: Tuesday, June 12, 2012, 20:58