Last Updated: Tuesday, October 22, 2013, 10:39
ডাবলসে পেশাদার টেনিসে বিশ্বের সেরা দশজনের মধ্যে ঢুকে পড়লেন সানিয়া মির্জা। গত বছর চোটের পর অনেকেই বলেছিলেন,সানিয়া হয়তো এবার খেলা ছেড়ে দেবেন। কিন্তু ভারতের টেনিস সুন্দরী বলেছিলেন, এখনও তাঁর সেরা টেনিসটা দেওয়া বাকি আছে। সেটাই হল। পেশাদার টেনিসে ডাবলসের গুরুত্ব যখন বাড়ছে, তখনই সানিয়া এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন।