চালশে হীন চল্লিশের ঔদ্ধত্য, লিয়েন্ডার জয় করলেন ইউএস ওপেন ডাবলস ট্রফি

চালশে হীন চল্লিশের ঔদ্ধত্য, লিয়েন্ডার জয় করলেন ইউএস ওপেন ডাবলস ট্রফি

চালশে হীন চল্লিশের ঔদ্ধত্য, লিয়েন্ডার জয় করলেন ইউএস ওপেন ডাবলস ট্রফিচালশে হীন চল্লিশের দাপট দেখল দুনিয়া। চেক সঙ্গী রাডেক স্টেপনাককে সঙ্গী করে `বুড়ো` লিয়েন্ডার ইউএস ওপেনের পুরুষ বিভাগে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন আলেক্সান্ডার পেয়া-বুনো সোরেসকে। যে বয়সে অধিকাংশ খেলোয়াড়রাই বাণপ্রস্থে যান সেই চল্লিশেই কেরিয়ারের ১৪তম গ্র্যান্ডস্লাম জয় করলেন লিয়েন্ডার পেজ।

স্টেপনাকের সঙ্গে জুটি বেঁধে ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ভাইদের হারিয়ে ইএস ওপেনের ডাবলসের ফাইনালে উঠেছিলেন লি। ব্রায়ান ভাইদের ৩-৬, ৬-৩ এবং ৬-৪ সেটে হারিয়ে দিলেন ইন্দো-চেক জুটি।

প্রথম সেটটি ৩- ৬ হারার পর ঘুরে দাঁড়ান লি-স্টেপনাক। দ্বিতীয় সেটটি সহজেই ৬-৩ হারিয়ে দেন যমজ ভাই জুটি ব্রায়ানদের। তৃতীয় সেটে লিয়েন্ডাররা ৫-১ এগিয়ে যাওয়ার পর বাউন্সব্যাক করেন ব্রায়ানরা। পরপর ৩টি গেম জিতে ফলাফল ৫-৪ করে ফেলেন। কিন্তু ষষ্ঠ সেটে স্টেপনাকের পিন পয়েন্ট সার্ভিসের কাছে হার মানেন তাঁরা।

স্টেপনাকের সঙ্গে জুটি বেঁধে লিয়েন্ডার ২০১২ অস্ট্রেলিয়ান ওপেনস ডাবলস জিতেছিলেন।

First Published: Sunday, September 8, 2013, 23:59


comments powered by Disqus