Last Updated: Thursday, January 17, 2013, 16:36
অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি শুরুতেই বিদায় নিলেন। এবারের অসি ওপেনে হট ফেভারিট লিয়েন্ডার-স্টেপানেক জুটি অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডেই হেরে গেলেন। লিয়েন্ডাররা ৩-৬,৫-৭ গেমে হারলেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন-ইজরায়েলের জোনাথন এরলিচের বিরুদ্ধে।