সিবিআই তদন্তের দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাব আনছে বামেরা

সিবিআই তদন্তের দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাব আনছে বামেরা

সারদা কাণ্ডের ঢেউ এবার সংসদে। সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাব আনছে বামেরা। আজ এই দাবিতে সংসদের বাইরে বিক্ষোভও দেখান বাম সাংসদরা। এই আন্দোলনে বামেরা পাশে পেয়েছে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকেও।

রাজ্যে সারদা কেলেঙ্কারীর কথা প্রকাশ্যে আসার পর থেকেই সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তুলেছে বামেরা। তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গ্রেফতারি ও তার পরে তাঁর বিস্ফোরক অভিযোগ, সেই দাবিকে আরও জোরাল করেছে। এবার সেই দাবিতেই সংসদে সরব হবেন বাম সাংসদরা। শীতকালীন অধিবেশনের শুরুর দিনই সারদা নিয়ে সিবিআইয়ের দাবিতে মূলতুবি প্রস্তাব আনার কথা জানিয়ে দিলেন বাম নেতারা।

আইন মেনে তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গ্রেফতারির কারণও অবিলম্বে সংসদে জানানোর দাবি তুলেছেন সীতারাম ইয়েচুরি।

শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সারদা কেলেঙ্কারীর সিবিআই তদন্ত চেয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান বাম সাংসদরা। সেই বিক্ষোভে সামিল হন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবও।

অকংগ্রেসি অবিজেপি দলগুলিকে নিয়ে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনে সমাজবাদী পার্টিকে পাশে পেয়েছে বামেরা। এবার রাজ্যের জ্বলন্ত ইস্যুতে মুলায়ম সিং যাদব বামেদের পাশে দাঁড়ানোয় অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের।

First Published: Friday, December 6, 2013, 12:41


comments powered by Disqus