Last Updated: February 6, 2014 23:35
রাজ্যসভা ভোটের আগে ভাঙন বাম শিবিরে । রাজ্যসভায় তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল। বাম প্রার্থীদের ভোট নাও দিতে পারেন গলসির আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং ময়নাগুড়ির আরএসপি বিধায়ক দশরথ তিরকে। রাজ্যসভা ভোটের আগে বাম শিবিরে ভাঙন। তিন বাম বিধায়ককে নিয়ে চলল দিনভর লুকোচুরি।
বেলা দশটা
বিধানসভায় বাম পরিষদীয় দলের বৈঠক। সেখানে অনুপস্থিত তিন বাম বিধায়ক সুনীল মণ্ডল, দশরথ তিরকে ও ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী। ফোনে যোগাযোগের চেষ্টা করেও খোঁজ মেলেনি কারুর।
বেলা দুটো
ফরোয়ার্ড ব্লকের বৈঠকে অনুপস্থিত বিধায়ক সুনীল মণ্ডল। বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করেও খোঁজ মেলেনি এই বাম বিধায়কের। বাড়িতে যোগাযোগ করেও খোঁজ মেলেনি। সুনীল মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন, এই খবরে ফরোয়ার্ড ব্লকের বিধায়কের বাড়িতে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। বাড়ির সামনে বসে পুলিস পিকেট।
বিকেল চারটে
সাংবাদিক বৈঠকে রবিন দেব জানালেন সকালে এমএলএ হস্টেল থেকে বেরিয়েছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। তারপর থেকেই নিখোঁজ তিনি। ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগও দায়ের হয়েছে।
সন্ধে পাঁচটা
বাম বিধায়ক অনন্তদেব অধিকারীকে দেখা গেল সেচমন্ত্রী রাজীব ব্যানার্জির ঘরে।
পৌনে ছটা
মুকুল রায়ের সঙ্গে বেরিয়ে গেলেন বাম বিধায়ক। খবর পেয়ে সেচমন্ত্রীর দফতরে ছুটলেন বাম নেতৃত্ব। কিন্তু ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছেন নিখোঁজ বাম বিধায়ক।
রাজ্যসভা ভোটের আগেই তিন বিধায়কের ভূমিকায় অস্বস্তি বেড়েছে বাম শিবিরে।
First Published: Thursday, February 6, 2014, 23:35