Last Updated: Thursday, February 6, 2014, 23:35
রাজ্যসভা ভোটের আগে ভাঙন বাম শিবিরে । রাজ্যসভায় তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল। বাম প্রার্থীদের ভোট নাও দিতে পারেন গলসির আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং ময়নাগুড়ির আরএসপি বিধায়ক দশরথ তিরকে। রাজ্যসভা ভোটের আগে বাম শিবিরে ভাঙন। তিন বাম বিধায়ককে নিয়ে চলল দিনভর লুকোচুরি।