Last Updated: August 27, 2013 14:37

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের একবার রাস্তায় নামছে বামফ্রন্ট। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি পালন করবে বামফ্রন্ট। প্রতিটা জেলাতে পালিত হবে এই কর্মসূচি। মঙ্গলবার সদর দফতরে সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিমান বসু। ৩১ অগস্ট খাদ্য শহিদ দিবস, ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে পা মেলানোর ডাক বামেদের।
রাজ্যের ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের ঘুড়ি উড়িয়ে প্রচার চালানোর কর্মসুচিকে স্বাগত জানিয়েছেন বামফ্রন্ট চেয়রম্যান। পাহাড়ের ক্রমশ খারাপ হতে থাকা পরিস্থিতি নিয়েও বক্তব্য রেখেছেন তিনি। গোর্খাল্যান্ড সমস্যা সমাধানের জন্য অবিলম্বে সর্বদল বৈঠক করা উচিত বলে জানিয়েছেন তিনি। বিমান বসুর কথায়, "পাহাড় সমস্যা সমাধানের জন্য আলোচনার টেবিলে বসা উচিত। শত্রুতা করে সমস্যার সমাধান সম্ভব নয়।"
অন্যদিকে, অযোধ্যা রামমন্দির গঠনের দাবি উস্কে দিয়ে ভি এইচ পি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
First Published: Tuesday, August 27, 2013, 14:39