Last Updated: December 16, 2013 17:41
লোকসভা ভোটের দামামা বাজতে না বাজতেই ব্রিগেড সমাবেশের ডাক দিল রাজ্য বামফ্রন্ট। আগামী ৯-ই ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে বামেরা। বামেদের ইস্যু তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। অভিযোগের শীর্ষে, সারদা কেলেঙ্কারি। শুধু সারদাই নয় ব্রিগেডে বিরোধী বামেরা সরব হবে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কেলেঙ্কারি, টেট পরীক্ষার কেলেঙ্কারি নিয়েও।
২ হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে রাজ্য সরকারকে চেপে ধরতে ইতিমধ্যেই সরব বামেরা। কখনও দিল্লিতে সংসদের বাইরে ধরনা, কখনও রাজ্যে বিক্ষোভ মিছিল, কখনও আবার বিধানসভার অধিবেশন বয়কট করেছে তারা। সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের লাগাতার দাবিও তুলছে বিরোধী শিবির। লোকসভা নির্বাচনে এবারে তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করতে চলেছে বামেরা।
শুধু সারদা কেলেঙ্কারিই নয় লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামেদের ইস্যু একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ। যে তালিকায় রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দুর্নীতি। ব্রিগেডে সমাবেশের আগে তেসরা জানুয়ারি থেকে একমাস ব্যাপী রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রচার চালাবে বামেরা। তারপর নয়ই ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে তারা।
ব্রিগেড সমাবেশকে সামনে রেখে লোকসভা নির্বাচনের জন্য দলীয় সংগঠনকে চাঙ্গা করতে চাইছে বামেরা। সমাবেশকে ব্যাপক চেহারা দিতে নির্দেশ যাচ্ছে প্রতিটি জেলার নেতাদের কাছে।
বামেদের সমাবেশের আগেই জানুয়ারির শেষ সপ্তাহে ব্রিগেডে সভা করবে তৃণমূলও। লোকসভা ভোটের আগে এবারে তাই ব্রিগেডে শক্তি প্রদর্শনের পরীক্ষায় নামতে চলেছে রাজ্যের শাসক বিরোধী দুই শিবির।
First Published: Monday, December 16, 2013, 17:42