Last Updated: Monday, December 16, 2013, 17:41
লোকসভা ভোটের দামামা বাজতে না বাজতেই ব্রিগেড সমাবেশের ডাক দিল রাজ্য বামফ্রন্ট। আগামী ৯-ই ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে বামেরা। বামেদের ইস্যু তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। অভিযোগের শীর্ষে, সারদা কেলেঙ্কারি। শুধু সারদাই নয় ব্রিগেডে বিরোধী বামেরা সরব হবে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কেলেঙ্কারি, টেট পরীক্ষার কেলেঙ্কারি নিয়েও।