বামেদের যুদ্ধবিরোধী মহামিছিলে মানুষ আসা শুরু

বামেদের যুদ্ধবিরোধী মহামিছিল শুরু

বামেদের যুদ্ধবিরোধী মহামিছিল শুরুআজ যুদ্ধবিরোধী মহামিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট। দুপুর একটায় রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হবে মিছিল। শেষ হবে দেশবন্ধু পার্কে। মিছিলে হাঁটবেন শীর্ষ বাম নেতারা। দুপুর তিনটেয় শিলিগুড়িতে শুরু হবে মহামিছিল। বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।





First Published: Sunday, September 1, 2013, 13:17


comments powered by Disqus