Last Updated: November 1, 2011 16:32

জ্যোতি বসু নগরের নাম পরিবর্তন নিয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করল উত্তর চব্বিশ পরগনা জেলা বামফ্রন্ট। মঙ্গলবার জেলা বামফ্রন্টের তরফে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অমিতাভ নন্দী। সম্মেলনে তিনি বলেন, জ্যোতি বসু নগরের নাম পরিবর্তন নিয়ে হিটলারি মনোভাব নিয়ে চলছে জোট সরকার। এই বিষয়টি মানবে না বামফ্রন্ট। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তেশরা নভেম্বর প্রতিবাদ কর্মসুচি নিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা বামফ্রন্ট। জ্যোতি বসু নগরের শিশু উদ্যানে জমায়েত করে সেখান থেকে মিছিলের কর্মসূচি রয়েছে জেলা বামফ্রন্টের।
First Published: Wednesday, November 2, 2011, 12:35