Last Updated: Friday, May 16, 2014, 06:43
ভোটের পর এবার গণনার ক্ষেত্রেও কারচুপির আশঙ্কা করছে বামেরা। তাদের অভিযোগ, উলুবেড়িয়ার গণনা কেন্দ্রে বসার বৈধ পরিচয়পত্র ঘুরছে সাধারণ মানুষের মধ্যে। তাতে মাইক্রো অভজারভারের কোনও ছবি ও সই না থাকলেও, রয়েছে জেলাশাসক ও জেলার নির্বাচনী আধিকারিকের সই। তবে বামেদের এই অভিযোগ মানতে নারাজ প্রশাসন।মাইক্রোঅবজারভারের পরিচয়পত্র নিয়ে ঘুরছেন সাধারণ মানুষ।