Last Updated: March 2, 2013 11:04

লোকসভা নির্বাচনের আগে বাম গণতান্ত্রিক বিকল্পের কথা প্রচার করতে দেশজুড়ে জাঠা করছে সিপিআইএম। গতকাল থেকে শুরু হল কলকাতার জাঠা। এই জাঠার নেতৃত্বে রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট ও বিমান বসু। রানি রাসমণি রোডে জাঠার সূচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতা থেকে রওনা হওয়া জাঠা আজ আসানসোল পৌঁছচ্ছে।
এতদিন কংগ্রেস এবং বিজেপি, দেশের দুই বড় রাজনৈতিক শক্তির বিরোধিতা করতে তৃতীয় বিকল্পের পথে হেঁটেছিল বামেরা। কিন্তু সেই রাস্তা থেকে সরে এসে এখন বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে চায় তাঁরা। সিপিআইএমের মূল্যায়ন, সেই বিকল্প গড়ে তুলতে হলে দলীয় শক্তিকে মজবুত করা জরুরি। কংগ্রেস এবং বিজেপির সমালোচনার পাশাপাশি নিজেদের নীতিগুলিকে প্রচারের আলোয় নিয়ে আসতে চায় সিপিআইএম। আর সেই লক্ষ্যে দেশজড়ে জাঠা কর্মসূচি নেওয়া হয়েছে।
চব্বিশে ফেব্রুয়ারি কন্যাকুমারি থেকে শুরু হয়েছে প্রথম জাঠা। শুক্রবার কলকাতায় সূচনা হল দ্বিতীয় জাঠার। ৪ মার্চ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ থেকে এবং ৮ মার্চ মুম্বই থেকে দুটি জাঠা শুরু হবে। যাত্রাপথে বিভিন্ন জায়গায় থামবে জাঠা। রয়েছে পথসভা, মিছিলের কর্মসূচিও।
মূল ৪টি জাঠার সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন উপজাঠা। যেমন কলকাতার জাঠার সঙ্গে যুক্ত হয়েছে অসম আর ওড়িশার দুটি উপজাঠা। কলকাতা থেকে ঝাড়খণ্ড-বিহার-উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পৌঁছবে জাঠা। সবকটি জাঠা দিল্লি পৌঁছলে ১৯ মার্চ রামলীলা ময়দানে সমাবেশ করবে সিপিআইএম।
First Published: Saturday, March 2, 2013, 11:04