Last Updated: Saturday, March 2, 2013, 11:04
লোকসভা নির্বাচনের আগে বাম গণতান্ত্রিক বিকল্পের কথা প্রচার করতে দেশজুড়ে জাঠা করছে সিপিআইএম। গতকাল থেকে শুরু হল কলকাতার জাঠা। এই জাঠার নেতৃত্বে রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট ও বিমান বসু। রানি রাসমণি রোডে জাঠার সূচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতা থেকে রওনা হওয়া জাঠা আজ আসানসোল পৌঁছচ্ছে।