Last Updated: June 9, 2014 14:36

ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধের আর্জি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে বাম নেতৃত্ব। বারো জনের বাম প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাম প্রতিনিধি দলের সদস্যেরা।
ক্ষমতায় আসার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান। বামেদের অভিযোগ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বাম কর্মীরা। আইনকে তোয়াক্কা করছেন না শাসকদলের নেতা,কর্মীরাও। এরআগে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রীর তরফে সন্ত্রাস বন্ধের আশ্বাস মিললেও তা কার্যকরী হয়নি বলে অভিযোগ বামেদের।
First Published: Monday, June 9, 2014, 14:39