বামেদের যুদ্ধ বিরোধী মিছিলকে ঘিরে লালপতাকায় মুখ ঢাকল মহানগরের রাজপথ

বামেদের যুদ্ধ বিরোধী মিছিলকে ঘিরে লালপতাকায় মুখ ঢাকল মহানগরের রাজপথ

বামেদের যুদ্ধ বিরোধী মিছিলকে ঘিরে লালপতাকায় মুখ ঢাকল মহানগরের রাজপথযুদ্ধবিরোধী মিছিলকে সামনে রেখে লাল পতাকায় মুখ ঢাকল কলকাতার রাজপথ। রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দেশবন্ধু পার্কে। অংশ নিয়েছিল বামফ্রন্টের শরিক দলগুলি সহ মোট ১১টি সংগঠন। মিছিলে ব্যাপক জন সমাগম দেখে উজ্জীবিত রাজ্যের বাম নেতৃত্ব।   

বামেদের সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল এবার বহু আঙ্গিকেই ছিল আলাদা।

দুপুর একটা পাঁচে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয় মিছিল। তারপরেই ক্রমশ আকারে-আয়তনে বড় হতে থাকে এই পদযাত্রা।

প্রতিবাদের ভাষা শুধু স্লোগানে বাঁধা ছিল না। ছিল অন্যান্য মাধ্যমও।

বিকেল তিনটেয় দেশবন্ধু পার্কে শেষ হয় পদযাত্রা।

 






First Published: Sunday, September 1, 2013, 18:29


comments powered by Disqus