Peace rally - Latest News on Peace rally| Breaking News in Bengali on 24ghanta.com
বামেদের যুদ্ধ বিরোধী মিছিলকে ঘিরে লালপতাকায় মুখ ঢাকল মহানগরের রাজপথ

বামেদের যুদ্ধ বিরোধী মিছিলকে ঘিরে লালপতাকায় মুখ ঢাকল মহানগরের রাজপথ

Last Updated: Sunday, September 1, 2013, 18:26

যুদ্ধবিরোধী মিছিলকে সামনে রেখে লাল পতাকায় মুখ ঢাকল কলকাতার রাজপথ। রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দেশবন্ধু পার্কে। অংশ নিয়েছিল বামফ্রন্টের শরিক দলগুলি সহ মোট ১১টি সংগঠন। মিছিলে ব্যাপক জন সমাগম দেখে উজ্জীবিত রাজ্যের বাম নেতৃত্ব।