আট দফা দাবিতে পথে বামপন্থী ছাত্র-যুবরা

আট দফা দাবিতে পথে বামপন্থী ছাত্র-যুবরা

আট দফা দাবিতে পথে বামপন্থী ছাত্র-যুবরারাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, বেকারদের কর্মসংস্থান-সহ ৮ দফা দাবিতে শনিবার ১২টি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের ডাকে মিছিলে পা মেলালেন কয়েক হাজার ছাত্রছাত্রী এবং যুব। কলেজ স্ট্রিট থেকে মিছিল যায় রানি রাসমণি রোড পর্যন্ত। উত্তর দিনাজপুরের চোপড়ায় কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য ত্রাণ সংগ্রহও করা হয় মিছিল থেকে।

চাকরির ভুয়ো প্রতিশ্রুতি না-দিয়ে রাজ্য সরকার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করুক। শনিবার বাম-ছাত্র যুব সংগঠনের মিছিল থেকে এটাই ছিল মূল দাবি। এছাড়াও রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা সহ ৮ দফা দাবিতে সোচ্চার হন ১২টি বাম-ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিরা।

কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। মহাত্মা গান্ধী রোড, শিয়ালদহ, মৌলালী, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল শেষ হয় রানি রাসমণি রোডে। কার্টুন কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে বেশ কয়েকটি কার্টুন আঁকা ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাজির ছিলেন ছাত্র-যুবরা।






First Published: Saturday, April 21, 2012, 20:17


comments powered by Disqus