left rally in kolkat - Latest News on left rally in kolkat| Breaking News in Bengali on 24ghanta.com
আট দফা দাবিতে পথে বামপন্থী ছাত্র-যুবরা

আট দফা দাবিতে পথে বামপন্থী ছাত্র-যুবরা

Last Updated: Saturday, April 21, 2012, 18:56

রাজ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে মিছিলের ডাক দিয়েছে ১২টি বামপন্থী ছাত্রযুব সংগঠন। শনিবার কলেজ স্ট্রিট থেকে শুরু হয় এই মিছিল। মহাত্মা গান্ধী রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল শেষ হয় রানি রাসমণি রোডে।