ডাহা ফেল মমতা, দরকারে বামেদের কাছে আসুন: গৌতম দেব

ডাহা ফেল মমতা, দরকারে বামেদের কাছে আসুন: গৌতম দেব

ডাহা ফেল মমতা, দরকারে বামেদের কাছে আসুন: গৌতম দেবশিল্পায়ন থেকে উন্নয়ন, কোনও ক্ষেত্রেই নতুন সরকার কিছুই করতে পারছে না। রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। সুষ্ঠু ভাবে সরকার চালানোয় সাহায্য করতে বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে রাজি বলে মন্তব্য করেন তিনি।
ডাহা ফেল মমতা, দরকারে বামেদের কাছে আসুন: গৌতম দেব
সন্ত্রাসের প্রতিবাদে এবং তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিংয়ের গ্রেফতারের দাবিতে শনিবার কাকিনাড়ায় মহামিছিল করে বামফ্রন্ট। কাকিনাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় জগদ্দলে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিমান বসু, গৌতম দেব, অমিতাভ বসু-সহ  বাম শীর্ষনেতৃত্ব। বাম নেতৃত্বের দাবি, মিছিলে পা মিলিয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। ডাহা ফেল মমতা, দরকারে বামেদের কাছে আসুন: গৌতম দেব
বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে প্রায় ১০ মাস। বাম নেতৃত্বের অভিযোগ, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হাত আক্রান্ত হয়েছেন তাঁদের বহু কর্মী। তার প্রতিবাদে শনিবার মহামিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্টের শরিকদলগুলি। কাকিনাড়া স্টেশন থেকে শুরু হয়ে মিছিল যত এগিয়েছে, ততই যোগ দিয়েছেন হাজারে হাজারে মানুষ। মিছিল থেকে স্লোগান উঠেছে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। মিছিল শেষ হয় জগদ্দলে। সেখানে তখন তিল ধারণের জায়গা নেই। মিছিলে যত মানুষ, তার থেকেও বেশি মানুষ রাস্তার দুধারে। বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিপর্যয় হয়েছিল বামেদের। এখনও বহু জায়গায় সিপিআইএমের দলীয় কার্যালয় বন্ধ। তারইমধ্যে এই মহামিছিলে বিশাল জনসমাগমের পর বাম নেতৃত্ব ঘোষণা করেছেন, যেখানেই সন্ত্রাস হবে সেখানেই এভাবে পথে নামবে বাম দলগুলি। 


First Published: Sunday, April 1, 2012, 12:51


comments powered by Disqus