Last Updated: Wednesday, January 29, 2014, 19:20
প্রস্তুতি চলছিলই। এবার ঝাঁপিয়ে পড়ার পালা। লক্ষ্য ২০১৪ লোকসভা নির্বাচন। সেই পরিপ্রেক্ষিতেই কাল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের পর কেন্দ্রে ফেডারেল ফ্রন্ট গড়ে দিল্লির রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় চলে যাওয়া, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী রাজনৈতিক স্ট্র্যাটেজি। তারই কি ঘোষণা হবে ব্রিগেডের সমাবেশে? আগামিকালের সমাবেশে কি ঘোষণা করেন তৃণমূল নেত্রী, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।