Last Updated: October 15, 2013 22:43

পুজোর ছুটির পরেই লাগাতার আন্দোলন কর্মসূচি নিচ্ছে বামেরা। মূল্যবৃদ্ধি, সন্ত্রাসের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে এই আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ জানিয়েছেন, কলকাতা ও নয়াদিল্লিতে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। লোকসভা নির্বাচনের আগে আগামী বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশও করবে বামেরা।
বেশ কিছুদিন আগে থেকেই মূল্য বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে বড় আন্দোলন করার কথা ভাবছিলেন বামনেতারা। পুজোর ছুটির পরেই মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ সহ একাধিক কর্মসূচি নেবে বামেরা।
লোকসভা নির্বাচন পর্যন্ত টানা আন্দোলন করতে চায় বামেরা। সেই কারণে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে সমাবেশও হবে। শুধু কলকাতাতেই নয় আন্দোলন কর্মসূচি নেওয়া হবে রাজ্য জুড়ে। আন্দোলন হবে নয়া দিল্লিতেও।
First Published: Tuesday, October 15, 2013, 22:43