প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করুক সিবিআই, দাবি রাজ্য সরকারের

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করুক সিবিআই, দাবি রাজ্য সরকারের

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করুক সিবিআই, দাবি রাজ্য সরকারেরনন্দীগ্রামের গুলিচালনার ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জেরা করুক সিবিআই। এই দাবি তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি লিখল রাজ্য সরকার।

রাজ্যের বক্তব্য, গুলি চালানোর ঘটনায় শুধুমাত্র অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। জেরা করতে হবে তত‌কালীন পুলিস মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। সিবিআই যদিও এধরনের কোনও চিঠির প্রাপ্তি স্বীকার করেনি।

গোয়েন্দা সংস্থার বক্তব্য, নন্দীগ্রাম নিয়ে তদন্ত শেষ হয়েছে। চার্জশিট দেওয়া হয়েছে। নতুন করে কোনও তদন্ত বা জেরা করতে হলে ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রী দফতরের অনুমোদন প্রয়োজন।

যদিও পঞ্চায়েত নির্বাচনের মুখে, বুদ্ধদেব ভট্টাচার্যের মত বাম নেতার বিরুদ্ধে সিবিআই জেরার দাবি তুলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।

First Published: Friday, February 1, 2013, 21:08


comments powered by Disqus