গরমের চোটে ফলনে টান লিচুর

গরমের চোটে ফলনে টান লিচুর

গরমের চোটে ফলনে টান লিচুর প্রকৃতির খামখেয়ালি আবহাওয়ার প্রভাবে ক্ষতির মুখে মালদার লিচু চাষীরা। প্রচন্ড গরমের কারণে লিচুর ফলন কমে গেছে অর্ধেকেরও বেশি। মালদহে আমের ফলনের পাশাপাশি লিচুও অপর একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফলন হওয়ায় লিচুর ফলন কম হওয়ায় চিন্তায় চাষীরা।

নাছোড় গরমে একেই নাজেহাল রাজ্যবাসী তার ওপর খামখেয়ালি প্রকৃতির রোষে এবার লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হতে চলেছেন তাঁরা। এ বছর অত্যধিক গরমের কারণে লিচুর ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন লিচু চাষীরা। চাষীদের অভিযোগ, গতবছর যেখানে প্রায়৪০ শতাংশ ফলন হয়েছিল। সেখানে এবছর ফলনের হার দশ শতাংশও হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। মালদার কালিয়াচক, সুজাপুর, বষ্ণবনগর প্রভৃতি এলাকায় প্রায় বারোশো হেক্টর জমিতে লিচু চাষ করা হয়। বারশো হেক্টর জমিতে ১৫ হাজার মেট্রিকটন ফলন হওয়ার কথা। কিন্তু এবছর ফলন হয়েছে মাত্র ৪ হাজার মেট্রিকটন। ফলন কম হওয়ায় লিচুর দামও আকাশছোঁয়া হবে বলে মনে করছেন অনেকে।

First Published: Wednesday, May 8, 2013, 23:16


comments powered by Disqus