Last Updated: Wednesday, March 12, 2014, 15:40
আম আদমি পার্টির সমর্থকদের হাঙ্গামায় রেল স্টেশন ক্ষতিগ্রস্থ হল। একেবারে আম আদমির মতোই মুম্বই সফর করছেন অরবিন্দ কেজরিওয়াল। অটোয় চেপে বিমানবন্দর থেকে গেলেন আন্ধেরি স্টেশনে। উঠে পড়লেন ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে। সহযাত্রীদের সঙ্গে গল্প করতে করতে পৌছে গেলেন চার্চগেট স্টেশনে। মুম্বইয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে অনেক কাজ।