খাঁচার ছাদ থেকে ঝুলছে সিংহের দেহ, ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় সিংহ `খুন` নিয়ে তৈরি হয়েছে রহস্য

খাঁচার ছাদ থেকে ঝুলছে সিংহের দেহ, ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় সিংহ `খুন` নিয়ে তৈরি হয়েছে রহস্য

Tag:  Lion indonesia hang zoo
খাঁচার ছাদ থেকে ঝুলছে সিংহের দেহ, ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় সিংহ `খুন` নিয়ে তৈরি হয়েছে রহস্যচিড়িয়াখানার ছাদে ঝুলছে সিংহের দেহ। ভাবতে অবাক লাগলেও এমনটাই হয়েছে ইন্দোনেশিয়ার একটি চিড়িয়াখানায়। কী করে ঘটল এমন ঘটনা? প্রশাসন অব্যবস্থাকে দায়ী করলেও উড়িয়ে দেওয়া হচ্ছে না অন্তর্ঘাতের আশঙ্কা।গত সাতই জানুয়ারি এই অবস্থাতেই দেখা গিয়েছিল মাইকেলকে। ইন্দোনেশিয়ার সুরাবায়া চিড়িয়াখানার সদস্য ছিল এই সিংহটি। বয়স ছিল মাত্র ১৮ মাস।

কী করে মৃত্যু হল সিংহটির। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে শুরু হয়েছে তদন্ত।

ইন্দোনেশিয়ার চিড়িয়াখানা সংগঠন অবশ্য এতো সহজে হাল ছাড়তে নারাজ।

এবারই প্রথম নয়। এই চিড়িয়াখানার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ আগেও বহুবার উঠেছে। গত পাঁচ বছরে এত জীবজন্তুর মৃত্যু হয়েছে যে সংবাদমাধ্যম চিড়িয়াখানার নামই দিয়ে দিয়েছে জু অফ ডেথ।

First Published: Tuesday, January 14, 2014, 23:44


comments powered by Disqus