Last Updated: Saturday, May 17, 2014, 19:34
নরেন্দ্র মোদীর বিপুল জয়কে স্বাগত জানাল শেয়ার বাজারও। রেকর্ড উত্থানের পর সপ্তাহের শেষে সেনসেক্স সূচক পৌছল পঁচিশ হাজারে। নিফটি পেড়িয়ে গেল সাড়ে সাত হাজারের বেঞ্চ মার্ক। মোদী হাওয়ায় ভর করে বাজার চাঙ্গা হওয়ার ইঙ্গিত মিলছিল সপ্তাহের শুরু থেকেই।