মেসির হ্যাট্রিক

মেসির হ্যাট্রিক

মেসির হ্যাট্রিকলা লিগায় ফের মেসি ম্যাজিক। মরসুমের মাঝপথেই চলতি মরসুমে নিজের পঞ্চম হ্যাটট্রিক সেরে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার। আর মেসির হ্যাটট্রিকের সৌজন্যে লা লিগায় সহজ জয় পেল বার্সেলোনা। মালাগাকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় খেতাবি দৌড়ে রিয়ালের উপর চাপ বজায় রাখলেন মেসিরা। ৮২ মিনিটে নিজের হ্যাটট্রিক সেরে ফেলেন মেসি। এই নিয়ে লা লিগায় ২২ গোল করা হয়ে গেল বিশ্ব ফুটবলের সেরা তারকার। বার্সার হয়ে অপর গোলটি করেন অ্যালেক্সিস স্যাঞ্চেচ।





First Published: Monday, January 23, 2012, 22:30


comments powered by Disqus