Last Updated: Monday, January 23, 2012, 22:24
লা লিগায় ফের মেসি ম্যাজিক। মরসুমের মাঝপথেই চলতি মরসুমে নিজের পঞ্চম হ্যাটট্রিক সেরে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার। আর মেসির হ্যাটট্রিকের সৌজন্যে লা লিগায় সহজ জয় পেল বার্সেলোনা। মালাগাকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় খেতাবি দৌড়ে রিয়ালের উপর চাপ বজায় রাখলেন মেসিরা।