কলকাতার উত্তরে রাহুল, দক্ষিণ তথাগত, দমদমে তপন, বারাসাতে পি সি সরকার, হাওড়ায় জর্জ-এক নজরে বিজেপির প্

কলকাতার উত্তরে রাহুল, দক্ষিণ তথাগত, দমদমে তপন, বারাসাতে পি সি সরকার, হাওড়ায় জর্জ-এক নজরে বিজেপির প্রার্থী তালিকা

কলকাতার উত্তরে রাহুল, দক্ষিণ তথাগত, দমদমে তপন, বারাসাতে পি সি সরকার, হাওড়ায় জর্জ-এক নজরে বিজেপির প্রার্থী তালিকা লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আট রাজ্যের মোট চুয়ান্ন জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের ১৭ কেন্দ্রের প্রার্থী তালিকায় রয়েছে চমক। এক ঝলকে দেখে নিন প্রার্থী তালিকা-

১ . কোচবিহার- হেমচন্দ্র বর্মণ
২. জলপাইগুড়ি- সত্যলাল সরকার
৩. বালুরঘাট- বিশ্বপ্রিয় রায়চৌধুরী
৪. মালদা(উত্তর)- সুভাষকৃষ্ণ গোস্বামী
৫. জঙ্গিপুর- সম্রাট ঘোষ
৬. মুর্শিদাবাদ- সুজিত কুমার ঘোষ
৭. কৃষ্ণনগর- সত্যব্রত মুখার্জি
৮. রানাঘাট- সুপ্রভাত বিশ্বাস
৯. দমদম- তপন সিকদার
১০. বারাসাত- পি সি সরকার
১১. মথুরাপুর- তপন নস্কর
১২. ডায়মন্ড হারবার- অভিজিত্ দাস
১৩. কলকাতা(দক্ষিণ)- তথাগত রায়
১৪. কলকাতা(উত্তর)- রাহুল সিনহা
১৫. হাওড়া- জর্জ বেকার
১৬. উলুবেড়িয়া-আর কে মোহান্তি
১৭. বাঁকুড়া- সুভাষ সরকার

First Published: Thursday, February 27, 2014, 23:28


comments powered by Disqus