অন্ধ্রের কংগ্রেস সাংসদদের হুমকি সত্বেও সংসদে পেশ হওয়ার পথে তেলেঙ্গানা বিল

অন্ধ্রের কংগ্রেস সাংসদদের হুমকি সত্বেও সংসদে পেশ হওয়ার পথে তেলেঙ্গানা বিল

অন্ধ্রের কংগ্রেস সাংসদদের হুমকি সত্বেও সংসদে পেশ হওয়ার পথে তেলেঙ্গানা বিলঅন্ধ্রের কংগ্রেস সাংসদদের হুমকি সত্বেও আজ সংসদে পেশ হতে পারে তেলেঙ্গানা বিল। বিল পেশের সময় যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদের ভিতরে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সীমান্ধ্রের এক সাংসদ দিয়ে রেখেছেন আত্মহত্যার হুমকিও। সীমান্ধ্রের সংসদের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি। রাখা হয়েছে ব্যাপক পরিমাণে অগ্নিনির্বাপন ব্যবস্থা।

তেলেঙ্গানা ইস্যুতে শুরু থেকেই উত্তাল সংসদের এবারের অধিবেশন। গতকাল তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা। অন্তর্বর্তী রেল বাজেট পেশের সময় তেলেঙ্গানা বিক্ষোভের জেরে কার্যত বেলাইন হয়ে যায় রেল বাজেট। এই পরিস্থিতিতে আজ লোকসভায় বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

First Published: Thursday, February 13, 2014, 11:03


comments powered by Disqus