Last Updated: Friday, February 21, 2014, 23:33
তেলঙ্গানা রাজ্য গঠনের কৃতিত্ব কার তাই নিয়েই শুরু হল দড়ি টানাটানি। কৃতিত্বের দাবিদার কংগ্রেস-বিজেপি দুদলই। হিমঘরে চলে যাওয়া বিল পাস করানোর পুরো কৃতিত্বই নিতে চায় কংগ্রেস। বিজেপির দাবি তাদের চাপেই রাজ্য পুনর্গঠন বিল পাস করতে হয়েছে সরকারকে। রাজ্য ভাগের বিরোধিতায় সরব সীমান্ধ্রকে সামাল দেওয়াই এখন কংগ্রেসের বড় চ্যালেঞ্জ। প্যাকেজ ঘোষণা হলেও তাতে মোটেই খুশি নয় সীমান্ধ্র।