LIVE UPDATE: মালয়েশিয়া এয়ার লাইন্সের নিখোঁজ বিমানের হদিশ মিলল মালাকার স্ট্রেটে, দাবি সেনার

LIVE UPDATE: মালয়েশিয়া এয়ার লাইন্সের নিখোঁজ বিমানের হদিশ মিলল মালাকার স্ট্রেটে, দাবি সেনার

LIVE UPDATE: মালয়েশিয়া এয়ার লাইন্সের নিখোঁজ বিমানের হদিশ মিলল মালাকার স্ট্রেটে, দাবি সেনারমালয়েশিয়ার নিখোঁজ জেট বিমানের হদিশ মিলল। সেনার তরফে জানানো হয়েছে র‍্যাডারে নিখোঁজ বিমানের সংকেত পাওয়া গিয়েছে। মালাক্কার স্ট্রেটের কাছে সন্ধান পাওয়া গিয়েছে।

** মালয়েশিয়া বিমান MH370 তে যে সব যাত্রী ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল


মালেশিয়ার পশ্চিম উপকূলে স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির সংকেত মিলেছে বলে দাবি। যদিও আধিকারিক তরফে খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

মালয়েশিয়া সেনার তরফে জানানো হয়েছে প্রায় চার দিন ধরে ২৩৯ জন যাত্রী সমেত নিখোঁজ থাকা বিমানটি মালাক্কার কাছে একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ করে।


First Published: Wednesday, March 12, 2014, 09:52


comments powered by Disqus