মোদী LIVE: বিহার ঘুরছেন মোদী, একে একে দেখা করছেন বিস্ফোরণে নিহত পরিবারের সঙ্গে

মোদী LIVE: বিহার ঘুরছেন মোদী, একে একে দেখা করছেন বিস্ফোরণে নিহত পরিবারের সঙ্গে

মোদী LIVE: বিহার ঘুরছেন মোদী, একে একে দেখা করছেন বিস্ফোরণে নিহত পরিবারের সঙ্গে১২টা ৩০: গোপাল গঞ্জ গেলেন না মোদী

খারাপ আবহাওয়ার জন্য গোপাল গঞ্জ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদী। পাটনা ফিরে আসছেন তিনি। সেখান থেকে অন্য নিহতের বাড়ি যাবেন তিনি।

১১টা ২৫: এবার গোপাল গঞ্জে গেলেন মোদী

কাইমপুরে মৃতর পরিবারের সঙ্গে দেখা করে গোপাল গঞ্জের উদ্দেশে রওনা দিলেন মোদী। সেখানে মুন্না শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

১১টা ১৫: কাইমুরে এক পরবারের সঙ্গে দেখা করলেন মোদী।

সকাল ১১টা: মোদীর টুইট

বিহার সফর নিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "শহীদ রাজ নারয়ণ সিংয়ের পরিবারের সঙ্গে গৌরীচকে দেখা করলাম। আমি গর্বিত তাঁর দুই ছেলেই সেনায় রয়েছেন।"

১০টা ৩০: জেডি(ইউ) নেতা জানালেন মোদীর তাড়া আছে

জনতা দল (ইউনাইটেড) নেতা শিবরাজ তিওয়ারির কটাক্ষ, "২০১৪-র লোকসভা নির্বাচনে এখনও সময় আছে। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বোধায় তাড়ায় রয়েছেন।"

১০টা ১৫: কাইমুরের উদ্দেশ্যে রওনা মোদীর

পাটনার গৌরীচকে বিস্ফোরণে নিহত পরিবারের সঙ্গে দেখা করে কাইমপুরের গেলেন মোদী। সেখানে আরও এক পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

সকাল ১০টা: বিস্ফোরণের নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন গুজরাত মুখ্যমন্ত্রী।

গৌরীচকে পাটনা বিস্ফোরণে নিহত রাজনারায়ণের পরিবারের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। সেখানে আত্মীয়দের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

৯টা ৪৫: নরেন্দ্র মোদীর বিহার সফরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না রাখায় নীতীশ কুমারের সরকারকে একহাত নিল বিজেপি নেতৃত্ব।

First Published: Saturday, November 2, 2013, 13:27


comments powered by Disqus